সর্বশেষ সংবাদ: জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে ইবতেদায়ী মাদ্রাসা: শিক্ষামন্ত্রী রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে ফিরে আসছেন ঢাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ——- তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী সোনারগাওঁয়ের সাদিপুর ইউ,পিতে ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে কারচুপির অভিযোগ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার রূপগঞ্জে পুলিশ পরিদর্শকসহ ব্যবসায়ীকে হানজালা বাহিনীর হুমকি, ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত রূপগঞ্জে মন্ত্রীর পক্ষে ছাত্রলীগ নেতারদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহমদে জামাল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু

সকল শিরোনাম

“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন ভুলে ভরা এনআইডি ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লাহর ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা যেকারণে পুরুষদের শুক্রাণুর মান কমে যাচ্ছে ইফতারে পুদিনা পাতা খেলে পাবেন ৮ উপকার শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে ঢাকার কড়াইল বস্তিতে আগুন বিএনপি নেতারা কেন স্ত্রীদের ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না, প্রশ্ন প্রধানমন্ সামাজিক যোগাযোগ মাধ্যম বনাম বইপড়া বাংলা নববর্ষ উদযাপনে অপপ্রচার চালালেই ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহরুখ কন্যার গোসলের ভিডিও ভাইরাল ‘ভালোবাসা’ এক সংজ্ঞাবিহীন অনুভূতির নাম ২৬ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এপ্রিলে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির ঈদকে ঘিরে সরব সিরাজগঞ্জের তাঁতপল্লী ফোটানো চা খেলে মারাত্মক বিপদ, বাঁচার উপায় আছে? ইফতারি প্রদর্শনের সামগ্রী নয়! বাল্টিমোর সেতু দুর্ঘটনা ভয়াবহ: বাইডেন খেলার ধরন জঘন্য, বিচ্ছিরি : পাপন মার্কিন মদদেই কি যুদ্ধবিরতি আটকে রাখছে ইসরাইল দেশে ১৭ কোটি মানুষের ২২ কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাসির-তামিমার মামলায় সাবেক সেনা কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ একাত্তরে আপনি কোথায় ছিলেন, ফখরুলকে কাদের এই সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি: ফখরুল

এ পাতার অন্যান্য সংবাদ

“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন ভুলে ভরা এনআইডি ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লাহর ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা ইফতারে পুদিনা পাতা খেলে পাবেন ৮ উপকার শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে ঢাকার কড়াইল বস্তিতে আগুন বিএনপি নেতারা কেন স্ত্রীদের ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না, প্রশ্ন প্রধানমন্ বাংলা নববর্ষ উদযাপনে অপপ্রচার চালালেই ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপ্রিলে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির কুড়িগ্রামে স্বাধীনতার মাসে জাতীয় পতাকার আদলে ধানক্ষেত ফোটানো চা খেলে মারাত্মক বিপদ, বাঁচার উপায় আছে? বাল্টিমোর সেতু দুর্ঘটনা ভয়াবহ: বাইডেন মার্কিন মদদেই কি যুদ্ধবিরতি আটকে রাখছে ইসরাইল দেশে ১৭ কোটি মানুষের ২২ কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট

ঋণের টাকায় দামি গাড়ি!

| ২৫ কার্তিক ১৪২৯ | Wednesday, November 9, 2022

festive season | Dealers are worried about the fall in sales of cheaper  cars during the festive season - Anandabazarসরকারি ব্যয়ের কৃচ্ছ্রসাধনের এই সময় ঋণের টাকায় গাড়ি কেনার আয়োজন করা হচ্ছে। মহাসড়ক উন্নয়ন প্রকল্পে কেনা হবে ৬টি দামি জিপ। এজন্য ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৩০ লাখ টাকা। প্রতিটি গাড়ির দাম ১ কোটি ৫ লাখ টাকা। সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় গাড়ি কেনার এ প্রস্তাব করা হয়েছে। এছাড়াও আছে বিদেশ সফরের ব্যবস্থা। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৭২ কোটি ৩২ লাখ ৩৮ হাজার টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ২৬৮ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ২ হাজার ৬০৪ কোটি ৬ লাখ টাকা ব্যয় করা হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাওয়ার পর গত ২৪ জুন অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) সভা। গত ৩০ আগস্ট জারি করা ওই সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভৌত অবকাঠামো বিভাগ জানায়, সিলেট-চারখাই-শেওলা মহাসড়কটি চার লেন মহাসড়কে উন্নীতকরণের জন্য মোট ৩ হাজার ৮৭২ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে চলতি বছরের জুলাই হতে ২০২৭ সালের জুনে বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয় পিইসি সভা। ওই সভায় সওজ অধিদফতরের প্রতিনিধি বলেন, সিলেট-চারখাই-শেওলা মহাসড়কটি বিসিআইএম করিডোর এবং সাসেক রোড করিডোর-৫ এর গুরুত্বপূর্ণ অংশ। চীনের ইউনান প্রদেশ, বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের উত্তর-পূর্ব দিকের সেভেন সিস্টার্স এর মধ্যে এই বিসিআইএম করিডোর সংযোজন স্থাপন করবে। সাসেক রোড করিডোর-৫ মধ্য ও উত্তর-পূর্ব বাংলাদেশকে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করবে। এছাড়া সিলেট-চারখাই-শেওলা মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি আঞ্চলিক সংযোগ করিডোর বিবিআইএন কার্গো রুটের অন্তর্ভুক্ত একটি উপ-প্রকল্প। এই আন্তর্জাতিক অর্থনৈতিক করিডোরগুলো বেশ কয়েকটি স্থল ও সমুদ্র বন্দরে আন্তর্জাতিক যান চলাচল নিশ্চিত করবে। করিডোরগুলোর মাধ্যমে পণ্যের পাশাপাশি যাত্রীদের আন্তসীমান্ত চলাচল প্রসারিত হবে।
সূত্র জানায়, প্রস্তাবিত ৪২ দশমিক ৯৮৫ কিলোমিটার দীর্ঘ সড়কটি সিলেট শহরের কীন ব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত কদমতরী থেকে শুরু হয়ে ভারতের সীমান্ত সংলগ্ন শেওলা স্থলবন্দরে শেষ হয়েছে। এটি সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে। সড়কটি জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। এটি দুই লেন বিশিষ্ট এবং বিদ্যমান প্রস্থ ৫ দশমিক ৫ মিটার। সড়কের এনুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক (এএডিটি) ১২ হাজার ১৫৮। এএডিটির তুলনায় সড়কের বিদ্যমান প্রস্থ
কম হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে, যা শেওলা স্থলবন্দরের আন্তসীমান্ত বাণিজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলের কৃষি বিকাশের ক্ষতিকর প্রভাব ফেলে। সভায় বলা আরও হয়, প্রকল্পটি বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাস্তবায়ন করা হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিনিধি বলেন, এই প্রকল্পে অর্থায়নের বিষয়ে চলতি বছরের ২৯ মে বিশ্বব্যাংকের সঙ্গে সমঝোতা হয়। বিশ্বব্যাংক এই প্রকল্পে ৭৫৩ মিলিয়ন ইউএস ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রকল্পটি অনুমোদন করা হলে ঋণ চুক্তি চূড়ান্ত করা হবে। প্রকল্পে বিশ্বব্যাংক প্রতিশ্রুতি ঋণ সহায়তার হালনাগাদ পরিমাণ ইআরডি হতে সংগ্রহ করে পুনর্গঠিত ডিপিপিতে উল্লেখ করার বিষয়ে সভায় একমত পোষণ করেন।
পিইসি সভায় আরও বলা হয়, প্রকল্পের আওতায় ১৯৪ দশমিক ১৩ একর ভূমি অধিগ্রহণে ৪৯৮ কোটি ৮১ লাখ টাকা এবং পুনর্বাসনে ২৫ কোটি টাকার প্রাক্কলন করা হলেও জেলা প্রশাসকের কার্য়ালয়ের প্রত্যয়ন পত্র ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) অন্তর্ভুক্ত করা হয়নি। এ বিষয়ে সওজ অধিদফতরের প্রতিনিধি বলেন, বিশ্বব্যাংকের সেফগ্রাউন্ড পলিসি মোতাবেক পরামর্শক মৌজার লেনদেন করা বাজার দর, রেকর্ড করা রেট, বর্তমান বাজারদর এবং প্রত্যাশিত বাজার দর সংগ্রহ করে প্রকারভেদে বিভিন্ন ধরনের ভূমির গড় রেইটের ভিত্তিতে এনজিও ভূমির ব্যয় প্রাক্কলন করা হয়েছে।
প্রকল্পে বিভিন্ন পরামর্শক সেবা খাতে মোট ১০৯ কোটি ৯৩ লাখ টাকার প্রস্তাব করা হয়েছে তাই সভায় বলা হয়। মাত্র ৪২ দশমিক ৯৮ কিলোমিটার সড়ক নির্মাণের জন্য এত বেশি পরিমাণ পরামর্শক সেবার ক্রয়ের বিষয়টি যৌক্তিক নয় বলে সভায় মত দেওয়া হয়। এছাড়া প্রকল্পের আওতায় ৬ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৬টি জিপ, ২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৪টি পিক-আপ, ৪৫ লাখ টাকা ব্যয়ে একটি মাইক্রোবাস এবং ১২ লাখ টাকা ব্যয়ে ৬টি মোটরসাইকেল ক্রয়ের ব্যয় প্রাক্কলন করা হয়েছে সভায় তুলে ধরা হয়। অর্থ বিভাগের উন্নয়ন প্রকল্পের জনবল নির্ধারণ সংক্রান্ত কমিটির সুপারিশ অনুযায়ী ড্রাইভারের সংখ্যার ভিত্তিতে যানবাহনের সংখ্যা ও ব্যয় নির্ধারণ এবং সে অনুযায়ী পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানির ব্যয় নির্ধারণ করার বিষয়ে সভায় মত দেওয়া হয়।
অর্থ বিভাগের প্রতিনিধি বলেন, প্রকল্পে বৈদেশিক প্রশিক্ষণে সরকারি খাতে ২ কোটি ৫৬ লাখ টাকা এবং স্থানীয় প্রশিক্ষণে সরকারি খাতে ৩০ লাখ টাকার সংস্থান রাখা হয়েছে, যা যৌক্তিকভাবে কমানো যেতে পারে। বৈদেশিক প্রশিক্ষণ ব্যয় ২ কোটি ৫৬ লাখ টাকা হতে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করে প্রশিক্ষণের বিষয় ও অংশগ্রহণকারী বিভাগ সংস্থাগুলোর প্রতিনিধির সংখ্যাসহ পুনর্গঠিত ডিপিপিতে অন্তর্ভুক্তির বিষয়ে সভায় সুপারিশ দেওয়া হয়।
প্রকল্প থোক হিসেবে রাজস্ব খাতে গাড়ি ভাড়া বাবদ ৪ কোটি ৮১ লাখ টাকার প্রাক্কলন করা হয়েছে বলে সভায় বলা হয়েছে। মূলধন খাতে গাড়ি ক্রয়ের প্রস্তাব করা হলেও রাজস্ব খাতে গাড়ি ভাড়ার সংস্থান যৌক্তিক নয়। রাজস্ব খাতে গাড়ি ভাড়া বাবদ প্রস্তাবিত ৪ কোটি ৮১ লাখ টাকার পরিবর্তে ২ কোটি ৫০ লাখ টাকার প্রাক্কলন করাসহ ডিপিপিতে একমত পোষণ করা হয়।
পরিকল্পনা সচিব মামুন-আল-রশীদ বলেন, সড়ক উন্নয়ন প্রকল্পে এত টাকা দিয়ে এতগুলো গাড়ি কেনার কেন প্রয়োজন হলো সেটি আরও বিশ্লেষণ করা দরকার ছিল। কেননা সরকারের নির্দেশনা হচ্ছে গাড়ি না কেনা। একান্ত প্রয়োজন হলে কেবল কেনা যেতে পারে। সেটিও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত পিকআপসহ অন্যান্য গাড়ি। ঋণের অর্থে এরকম গাড়ি কেনার বিষয়টি আরও কঠোরভাবে দেখা উচিত।