সর্বশেষ সংবাদ: জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে ইবতেদায়ী মাদ্রাসা: শিক্ষামন্ত্রী রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে ফিরে আসছেন ঢাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ——- তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী সোনারগাওঁয়ের সাদিপুর ইউ,পিতে ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে কারচুপির অভিযোগ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার রূপগঞ্জে পুলিশ পরিদর্শকসহ ব্যবসায়ীকে হানজালা বাহিনীর হুমকি, ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত রূপগঞ্জে মন্ত্রীর পক্ষে ছাত্রলীগ নেতারদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহমদে জামাল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু

সকল শিরোনাম

জাতীয় সাহিত্য সম্মাননা পেলেন দেশের ৯ গুণী ব্যক্তি কেন এই প্রাকৃতিক বিপর্যয়? ‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’এর সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরকে; সম্পাদক মীর আব্দুল আলীম ঢাকার রাস্তায় এত ট্র্যাফিক জ্যাম কেন? জ্ঞানপাপীরা পকেট ভরে : দেশীয় শিক্ষা রসাতলে বাণিজ্যমেলার মেলার বাহিরে ইজারাবিহীন হোটেলের ছড়াছড়ি  : মেলার প্রবেশ সড়ক ঢাকা বাইপাসে ১৭ কিলোমিটার যানজট ;  ভেতরে ক্রেতাশুন্য প্যাভিলিয়ন সুশাসন গণমাধ্যম এবং কিছু কথা রাজনৈতিক সংঘাত বনাম জনসমাগমের রাজনীতি!! ব্রাজিল খেলায় সুনামি বইয়ে দিল : প্রতিপক্ষের বুকে কাঁপুনি শুরু বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেওয়া হবে এ মাসেই ডিসেম্বরে ভারতের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাকারবার্গের মিয়ানমারে উপর নিষেধাজ্ঞা যুদ্ধের জন্য প্রস্তুত হোন শর্ত ছাড়াই বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত কাতার বিশ্বকাপ : কন্টেইনারে রাতযাপনে গুনতে হবে ২১ হাজার টাকা ঋণের টাকায় দামি গাড়ি! পৃথিবীর তাপ রেকর্ড পরিমাণ বেড়েছে ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি আর্জেন্টিনা উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী : বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ ২৫ কেজি সোনা নিলামে তুলবে বাংলাদেশ ব্যাংক খেলা যেন হয় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ডিএসইর মানবসম্পদ নীতি নিয়ে বৈঠক ডেকেছে বিএসইসি ঋণ পাচ্ছে বাংলাদেশ

এ পাতার অন্যান্য সংবাদ

জলবায়ু ন্যায্যতা প্রদানে প্রধানমন্ত্রীর বক্তব্যের সাধুবাদ জানাই কষ্টের বর্ষন বাংলাদেশে.. পণ্যমূল্য বেড়ে আমজনতার নাভিশ্বাস ‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’এর সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরকে; সম্পাদক মীর আব্দুল আলীম ঢাকার রাস্তায় এত ট্র্যাফিক জ্যাম কেন? সাত মাত্রার ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশ সামলাতে পারবে কি? বাণিজ্যমেলার মেলার বাহিরে ইজারাবিহীন হোটেলের ছড়াছড়ি  : মেলার প্রবেশ সড়ক ঢাকা বাইপাসে ১৭ কিলোমিটার যানজট ;  ভেতরে ক্রেতাশুন্য প্যাভিলিয়ন সুশাসন গণমাধ্যম এবং কিছু কথা রাজনৈতিক সংঘাত বনাম জনসমাগমের রাজনীতি!! ব্রাজিল খেলায় সুনামি বইয়ে দিল : প্রতিপক্ষের বুকে কাঁপুনি শুরু ব্রাজিলের জাদুকরী খেলা দেখে অনেকে আর্জেন্টিনা ছাড়ছেন আপনার জীবন বদলে যাবেই… বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেওয়া হবে এ মাসেই ডিসেম্বরে ভারতের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে যুদ্ধ না হলেও দেশে অর্থনৈতিক মন্দা আসত: জিএম কাদের

দীর্ঘদিন পর রাজনৈতিক সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী

| ২৫ কার্তিক ১৪২৯ | Wednesday, November 9, 2022

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের শক্তির জানান দেবার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলের যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আগামী ১১ নভেম্বর সংগঠনটির সুবর্ণজয়ন্তীতে স্মরণকালের সবচেয়ে বড় যুবসমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে। মহাযুবসমাবেশের মাধ্যমে সরকার বিরোধীদের নিজেদের শক্তির জানান দেয়ার ঘোষণা দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ। সারাদেশ হতে অন্তত ১০ লাখ যুবকের সমাগম ঘটাবে যুবলীগ। ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল প্রস্তুত করা হচ্ছে। গৌরবের প্রতীক পদ্মাসেতুর আদলে তৈরি হচ্ছে মূলমঞ্চ। সমাবেশ ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজানো হয়েছে। দলীয় পতাকার পাশাপাশি সরকারের উন্নয়ন ও যুবলীগের ইতিহাস তুলে ধরা হয়েছে। ঢাকাসহ সারাদেশে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন ও তোরন। 

ওই দিন  মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংকট শুরুর পর পর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে কোন সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী। 

স্বাধীনতা লাভের পর দেশে ফিরেই বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেয়ার মিশনে নেমে পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে বিশাল যুবসমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব দেন তৎকালীন বাংলাদেশের যুব রাজনীতির আলোকবর্তিকা শেখ ফজলুল হক মনিকে। বঙ্গবন্ধুর নির্দেশে শহীদ শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যাত্রা শুরু হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের।

আগামী ১১ নভেম্বর সুবর্ণজয়ন্তীতে পা রাখবে যুবলীগ। সুবর্ণজয়ন্তীতে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ এবং কেন্দ্রীয় কার্যালয়ে বর্ণিল সাজে সাজানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। সর্বশেষ গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন যুবলীগ চেয়ারম্যান। এর আগে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা।

তথ্য মতে, বিএনপির বিভাগীয় গণসমাবেশে নানা বাধা বিপত্তি পেরিয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অধিক সংখ্যায় অংশ নিচ্ছে। বিএনপির নেতারাও সমাবেশগুলোতে নেতাকর্মীদের শোডাউন করে নিজেদের শক্তি জানান দেয়ার কৌশল হিসেবে নিয়েছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও  খুলনার গণসমাবেশে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখেপড়ার মতো।

গত ২৯ অক্টোবর দলটি রংপুর শহরে রংপুর বিভাগীয় গণসমাবেশ করে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করে রাজপথ নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। কিন্তু  তার আগেই নিজেদের শক্তির জানান দিয়ে বরাবরের মতো এবারো রাজপথ এবং দেশের রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় ক্ষমতাসীনরা। 

সরকার বিরোধীদের মনে আতঙ্ক ধরাকে সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে যুবলীগ স্মরণকালের সবচেয়ে বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। সারা দেশের পাশাপাশি ঢাকায় বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ১১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসবেশের মধ্য দিয়ে দীর্ঘ দিন পর ঢাকায় নিজেদের শক্তির জানান দেবে যুবলীগ। ওই দিন দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা থেকে শুরু করে গ্রাম থেকেও নেতাকর্মীরা  যুব মহাসমাবেশে দলে দলে যোগ দেবেন।

এ ব্যাপারে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘রাজপথ কাদের, তা আগামী ১১ নভেম্বর দেখিয়ে দেয়া হবে। তিনি বলেন, লাশ ফেলে বিএনপি-জামায়াত ক্ষমতায় যেতে চায়। ওদের নৈরাজ্যের জবাব যুবলীগ একলাই দিতে পারে, তা প্রমাণ করব ইনশাআল্লাহ।’ 

এছাড়া প্রায় প্রতিদিনই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দফায় দফায় প্রস্তুতি সভা করছে। প্রস্তুতি সভা হচ্ছে দেশের সব জেলা-উপজেলায়। সমাবেশ সফল করার  জন্য যুবলীগের পক্ষ থেকে ১০টি উপকমিটি করা হয়েছে। উপকমিটির সদস্যরা নিয়মিত সভা করে মহাসমাবেশে সফল করার প্রস্তুতি নিচ্ছেন। 

জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যুব সম্প্রদায়ই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশকে তুলে ধরবে। সে হিসেবে ১১ নভেম্বর আবারো প্রমাণিত হবে দেশের যুবকরা আওয়ামী লীগের সাথে রয়েছে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাথে রয়েছে। তারা আগুন সন্ত্রাস চায় না, মানুষ হত্যার রাজনীতি প্রত্যাখ্যান করেছে।