সর্বশেষ সংবাদ: জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে ইবতেদায়ী মাদ্রাসা: শিক্ষামন্ত্রী রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে ফিরে আসছেন ঢাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ——- তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী সোনারগাওঁয়ের সাদিপুর ইউ,পিতে ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে কারচুপির অভিযোগ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার রূপগঞ্জে পুলিশ পরিদর্শকসহ ব্যবসায়ীকে হানজালা বাহিনীর হুমকি, ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত রূপগঞ্জে মন্ত্রীর পক্ষে ছাত্রলীগ নেতারদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহমদে জামাল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু

সকল শিরোনাম

জাতীয় সাহিত্য সম্মাননা পেলেন দেশের ৯ গুণী ব্যক্তি কেন এই প্রাকৃতিক বিপর্যয়? ‘কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ’এর সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরকে; সম্পাদক মীর আব্দুল আলীম ঢাকার রাস্তায় এত ট্র্যাফিক জ্যাম কেন? জ্ঞানপাপীরা পকেট ভরে : দেশীয় শিক্ষা রসাতলে বাণিজ্যমেলার মেলার বাহিরে ইজারাবিহীন হোটেলের ছড়াছড়ি  : মেলার প্রবেশ সড়ক ঢাকা বাইপাসে ১৭ কিলোমিটার যানজট ;  ভেতরে ক্রেতাশুন্য প্যাভিলিয়ন সুশাসন গণমাধ্যম এবং কিছু কথা রাজনৈতিক সংঘাত বনাম জনসমাগমের রাজনীতি!! ব্রাজিল খেলায় সুনামি বইয়ে দিল : প্রতিপক্ষের বুকে কাঁপুনি শুরু বঙ্গবন্ধু টানেলের আংশিক খুলে দেওয়া হবে এ মাসেই ডিসেম্বরে ভারতের বিদ্যুৎ মিলবে বাংলাদেশে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা জাকারবার্গের মিয়ানমারে উপর নিষেধাজ্ঞা যুদ্ধের জন্য প্রস্তুত হোন শর্ত ছাড়াই বাংলাদেশকে ৪৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ স্থগিত কাতার বিশ্বকাপ : কন্টেইনারে রাতযাপনে গুনতে হবে ২১ হাজার টাকা ঋণের টাকায় দামি গাড়ি! পৃথিবীর তাপ রেকর্ড পরিমাণ বেড়েছে ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি আর্জেন্টিনা উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী : বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ ২৫ কেজি সোনা নিলামে তুলবে বাংলাদেশ ব্যাংক খেলা যেন হয় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ডিএসইর মানবসম্পদ নীতি নিয়ে বৈঠক ডেকেছে বিএসইসি ঋণ পাচ্ছে বাংলাদেশ

এ পাতার অন্যান্য সংবাদ

ব্রাজিলের জাদুকরী খেলা দেখে অনেকে আর্জেন্টিনা ছাড়ছেন কাতার বিশ্বকাপ : কন্টেইনারে রাতযাপনে গুনতে হবে ২১ হাজার টাকা আর্জেন্টিনা উগ্র ফুটবল সমর্থকগোষ্ঠী : বিশ্বকাপে ৬ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ মেসির চোখে বিশ্বকাপের ফেবারিট ব্রাজিল বাংলাদেশ কি প্রস্তুত বিশ্বকাপজয়ী ফরাসি তারকার অন্যরকম এক ‘সেঞ্চুরি’ বিশ্বকাপে বাংলাদেশের সাত জয় এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড তৃতীয় ম্যাচ পরিত্যক্ত ৬ লক্ষাধিক টিকিট শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা বার্সেলোনার সভাপতি নির্বাচন স্থগিত আত্মহত্যা করতে চেয়েছিলেন আশরাফুল! লিগের ভাগ্য নির্ধারণ রবিবার

বিশ্বকাপে বাংলাদেশের সাত জয়

| ৩১ আশ্বিন ১৪২৯ | Sunday, October 16, 2022

ওয়ানডে ফরম্যাটে বরাবর ভালো দল বাংলাদেশ। এই ফরম্যাটে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে টাইগাররা। যা বেশ বড় অর্জনই। কিন্তু টি-টোয়েন্টি সংস্করণে একেবারেই বির্বণ বাংলাদেশ। এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশের পারফর্ম্যান্সতো যাচ্ছে তাই।
বাংলাদেশ ২০০৭ সাল থেকে শুরু করে ২০২১ সাল অনুষ্ঠিত সাতটি বিশ্বকাপের সবক’টিতে খেলেছে বাংলাদেশ। এই সাত আসরে টাইগাররা খেলেছে মোট ৩৩টি ম্যাচ। এই ৩৩ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৭টি। হেরেছে ২৫ ম্যাচে। ২০১৬ সালে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

 

প্রথম জয়: নিজেদের ইতিহাসে খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি হয় টাইগাররা।

 

বিজ্ঞাপন

সেই ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানে আটকে দেয় বাংলাদেশ। ম্যাচটি পরবর্তী সময়ে বাংলাদেশ জিতে নেয় ৬ উইকেটে। ওই ম্যাচে বাংলাদেশের হয়ে আফতাব আহমেদ ৬২ ও মোহাম্মদ আশরাফুল ৬১ রান করে টাইগারদের দুর্দান্ত জয় এনে দেন। যদিও এর পরের চারটি ম্যাচের সবক’টিতে হারে বাংলাদেশ।দ্বিতীয় জয়: বিশ্বকাপে প্রথম জয়ের পর দ্বিতীয় জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত। সেবার বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। মাঝে ২০০৯ সালে দু’টি, ২০১০ সালে দু’টি ও ২০১২ সালের বিশ্বকাপে দু’টি ম্যাচ খেলে টাইগাররা। এই আসরে খেলা সবক’টি ম্যাচই হারে বাংলাদেশ। ঘরের মাঠে ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলতে পারেননি সাকিব-তামিমরা। মূল পর্বে খেলার আগে তাদের খেলতে হয় বাছাই। আর বাছাই পর্বে মোট তিনটি ম্যাচ খেলে টাইগাররা। বাছাইয়ে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারায় তামিম-মুশফিকরা। এটি ছিল বিশ্বকাপে তাদের দ্বিতীয় জয়।

তৃতীয় জয়: বিশ্বকাপে বাংলাদেশের তৃতীয় জয়টিও আসে ২০১৪ সালের বাছাই পর্বে। আফগানিস্তানের বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। কিন্তু বাছাই পর্বে তৃতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে আবার হেরে যায় টাইগাররা। তবুও মূল পর্বে জায়গা পায় বাংলাদেশ। তবে মূল পর্বে চারটি ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি টাইগাররা।

চতুর্থ জয়: বাংলাদেশ ২০ ওভারের বিশ্বকাপে তাদের চতুর্থ জয়টি পায় ২০১৬ সালের বিশ্বকাপের বাছাইপর্বে। সেবার বাছাইপর্বে প্রথম ম্যাচে নেদারল্যান্ডেসের মুখোমুখি হয় টাইগাররা। ম্যাচটি বাংলাদেশ জেতে ৮ রানে।

পঞ্চম জয়: বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ জয়টি আসে ২০১৬ বিশ্বকাপেই এমনকি বাছাই পর্বেই। বাংলাদেশ তাদের পঞ্চম জয়টি পায় ওমানের বিপক্ষে। ২০১৬ বিশ্বকাপেই আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। তবুও বাংলাদেশ জায়গা করে নেয় মূল পর্বে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মূল পর্বের কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি টাইগাররা।
২০০৭ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে একটি জয়ের সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের ২০১৬ বিশ্বকাপে। আর সেটিও বিশ্বকাপের আয়োজক ভারতের বিপক্ষে। ম্যাচটিতে ভারত বাংলাদেশকে ১৪৭ রান টার্গেট দেয়। জয়ের খুব কাছে গিয়েও বাংলাদেশ ১৪৫ রান তুলতে সমর্থ হয়। এর ফলে মাত্র এক রানের কষ্টকর হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আইসিসি’র যেকোনো ইভেন্টে এটি ছিল বাংলাদেশের সবচেয়ে কষ্টকর পরাজয়।

ষষ্ঠ জয়: ওমান ও সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সাল অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা দু’টি ম্যাচ জয় পায়। প্রথমটি স্বাগতিক ওমানের বিপক্ষে এবং দ্বিতীয়টি পাপুয়া নিউগিনির বিপক্ষে। ওমানের বিপক্ষে আগে ব্যাট করে ১৫৩ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি ওমান, ২৬ রানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। টাইগার ব্যাটারদের মধ্যে নাঈম শেখ ৬৪, সাকিব আল হাসানের ৪২ রান ছিল উল্লেখ করার মতো। ওমানের ইনিংস ১২৭ রানে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন মোস্তাফিজ এবং সাকিব আল হাসান। মোস্তাফিজ ৩৬ রানে ৪টি এবং সাকিব ২৮ রানে ৩ উইকেট লাভ করেন। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করায় ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

সপ্তম জয়: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সপ্তম জয় পেয়েছে ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে। টাইগাররা মাহমুদউল্লাহ রিয়াদের ৫০ এবং সাকিব আল হাসানের ৪৬ রানের নান্দনিক ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে। সাকিব, সাইফুদ্দিন ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির ইনিংস। সাকিব মাত্র ৯ রানে ৪টি, তাসকিন ১২ রানে এবং সাইফ উদ্দিন ২১ রানে ২টি করে উইকেট লাভ করেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।