সর্বশেষ সংবাদ: জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে ইবতেদায়ী মাদ্রাসা: শিক্ষামন্ত্রী রূপগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাং সদস্যরা সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ কানাডা-আমিরাতে ঢুকতে না পেরে ফিরে আসছেন ঢাকায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ——- তারা‌বো পৌরসভার মেয়র হা‌সিনা গাজী সোনারগাওঁয়ের সাদিপুর ইউ,পিতে ৩ নং ওয়ার্ডের মেম্বার নির্বাচনে কারচুপির অভিযোগ সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ০৪ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার রূপগঞ্জে পুলিশ পরিদর্শকসহ ব্যবসায়ীকে হানজালা বাহিনীর হুমকি, ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত রূপগঞ্জে মন্ত্রীর পক্ষে ছাত্রলীগ নেতারদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন আহমদে জামাল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশে ভ্যাকসিন প্রয়োগ শুরু

সকল শিরোনাম

“এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিল” এর বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন ভুলে ভরা এনআইডি ইসরায়েলে মুহুর্মুহু রকেট নিক্ষেপ হিজবুল্লাহর ৪৩ পণ্য রপ্তানিতে মিলবে প্রণোদনা যেকারণে পুরুষদের শুক্রাণুর মান কমে যাচ্ছে ইফতারে পুদিনা পাতা খেলে পাবেন ৮ উপকার শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল হতে পারে ঢাকার কড়াইল বস্তিতে আগুন বিএনপি নেতারা কেন স্ত্রীদের ভারতীয় শাড়ি পোড়াচ্ছেন না, প্রশ্ন প্রধানমন্ সামাজিক যোগাযোগ মাধ্যম বনাম বইপড়া বাংলা নববর্ষ উদযাপনে অপপ্রচার চালালেই ব্যবস্থা : স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহরুখ কন্যার গোসলের ভিডিও ভাইরাল ‘ভালোবাসা’ এক সংজ্ঞাবিহীন অনুভূতির নাম ২৬ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান এপ্রিলে বাংলাদেশ সফরে আসছেন কাতারের আমির ঈদকে ঘিরে সরব সিরাজগঞ্জের তাঁতপল্লী ফোটানো চা খেলে মারাত্মক বিপদ, বাঁচার উপায় আছে? ইফতারি প্রদর্শনের সামগ্রী নয়! বাল্টিমোর সেতু দুর্ঘটনা ভয়াবহ: বাইডেন খেলার ধরন জঘন্য, বিচ্ছিরি : পাপন মার্কিন মদদেই কি যুদ্ধবিরতি আটকে রাখছে ইসরাইল দেশে ১৭ কোটি মানুষের ২২ কোটি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাসির-তামিমার মামলায় সাবেক সেনা কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ একাত্তরে আপনি কোথায় ছিলেন, ফখরুলকে কাদের এই সরকার ১৫ বছরে গণতন্ত্র নিয়ে কোনো কাজ করেনি: ফখরুল

করোনার ছোবলে জীবন থমকে গেছে

| ১৭ বৈশাখ ১৪২৭ | Thursday, April 30, 2020

 

  নাসির আহমেদ। বিশিষ্ট কবি। দীর্ঘদিনের সাংবাদিকতার পাশাপাশি তিনি একাধারে নাট্যকার, গীতিকারও। এই কবি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাহিত্যাঙ্গনে দীর্ঘ চার দশকের নিরন্তর সাধনায় নিবিষ্ট রয়েছেন নিজস্ব এক কবিতা-ভুবনে। জনজীবনচেতনা, প্রকৃতিমুগ্ধতা, প্রবল জীবনাবেগ, মুক্তিযুদ্ধের স্মৃতি এবং নিরাশ্রয়ী পৃথিবীতে বাসজনিত একাকিত্ববোধ- এসবই তার কবিতার শিল্পিত প্রবণতা।

নাসির আহমেদের কবিতার চারধারে প্রতিনিয়ত গড়ে ওঠে এক আত্মতার দেয়াল। এই অবয়বেই তাঁর কবিতায় পরিলক্ষিত হয় সমকালীন বাংলাদেশের নানা আলোড়ন-বিলোড়ন, মূল্যবোধহীনতা, রাজনৈতিক স্বেচ্ছাচার, সংগ্রামশীল মানুষের দুর্মর জীবনযন্ত্রণা, স্বাধীনতা যুদ্ধের স্মৃতি এবং যুদ্ধোত্তর বিপন্নতার চিত্র। তবে, এই কবির স্বাতন্ত্র্য এখানে যে, নিখিল নিরাশার প্রান্তরে বাস করেও তিনি মানুষকে শোনান আশার গান। তাঁর সৃষ্টিসম্ভার হয়ে ওঠে অনিঃশেষ স্বপ্নের অপরূপ উৎস। এমন জীবন-অন্বেষায় ইতিবাচকতাই কবি নাসির আহমেদকে বাংলাদেশের কাব্যসাহিত্যে অবিসংবাদিতভাবে এনে দিয়েছে একজন মুখ্য কবির মর্যাদা।

এই জনসচেতন ও দেশপ্রেমিক কবির করোনাকাল কেমন কাটছে? ভোরের কাগজের এমন এক প্রশ্নের জবাবে তিনি বললেন, অনিচ্ছুক ঘরবন্দী একটা গুমোট সময় পার করছি। টিভির সামনে বসলেই নিরন্তর দুঃসংবাদ মনটা বিষণ্ণ করে তোলে। প্রতিদিন মৃত্যুর মিছিল বড় হচ্ছে। কি চেনাজানা, কি অচেনা যেকোনো মানুষের মৃত্যুই মনকে ভারাতুর করে তোলে। এই তো গত মঙ্গলবার করোনা কেড়ে নিলো দীর্ঘদিনের ঘনিষ্ঠ স্বজন অনুজপ্রতিম সাংবাদিক হুমায়ুন কবির খোকনকে। ওর জন্য মনটা ভারাক্রান্ত হয়ে আছে। আত্মীয়-স্বজনদের মধ্যেও কারো কারো করোনার দুঃসংবাদ পাচ্ছি। সন্তানদের জন্যেও উৎকণ্ঠা। আর বয়স্করা তো আছেনই। দুনিয়াজুড়ে এই বিপর্যয় কবে বন্ধ হবে সেই প্রতীক্ষায় আছি।

এই সময়টায় কী লিখছেন? তা কি করোনা কেন্দ্রিক? কবি নাসির আহমেদ বলেন, এই সময়ে পরিকল্পনা করে কোনো কাজ করার মতো মনোসংযোগ করতে পারছি না। তারপরও যা-ই লিখি তাতে এই দুঃসময়ের চিত্র চলে আসে। বেশ কয়েকটি কবিতা লিখেছি, এর মধ্যে একটি কবিতা ‘যদি ক্ষমা করো’ সঙ্গীত পরিচালক শাহীন সরদারের সুরে বুবলির কণ্ঠে গান হয়ে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।

পড়াশোনা? পরিকল্পনা করে কোনো বই পড়া হচ্ছে না। যখন হাতের কাছে যা পাচ্ছি তা-ই পড়ছি। এই তো মানিক মোহাম্মদ রাজ্জাকের ‘১৯৭১: বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ ’ বইটি ফাঁকে ফাঁকে পড়ছি। এ ছাড়া অনেক অল্প পরিচিত/অপরিচিত লেখকের বই যা আগে পড়া হয়নি, এই দীর্ঘ অবসরে সেগুলো উল্টেপাল্টে দেখার সুযোগ হয়েছে। আসলে সময় কাটতে চায় না। স্বজন পরিজনদের সঙ্গে ফোনে কথা বলছি। বন্ধুরাও অনেকে খোঁজখবর নিচ্ছেন। এক তরুণ লেখক ফোন করে জানালেন, স্ত্রী সন্তান নিয়ে চরম কষ্টে আছেন সহায়তা করার চেষ্টা করলাম। আমার একাধিক বন্ধু হাত বাড়িয়ে দিলেন। স্বস্তি পেলাম।

জীবনে এমন দুঃসময়ের মুখোমুখি কখনও হয়েছেন কি? তিনি বলেন, এ জীবনে এমন আরেকটি দুঃসময়ের মুখোমুখি হয়েছিলাম ১৯৭১ সালে। তখনও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে পদে পদে মৃত্যুর আশঙ্কা ছিলো। ত্রিশ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়ার সেই দুঃসময়কে আমি আর কোনো কিছুর সঙ্গে তুলনা করতে পারি না।

করোনার অভিঘাতে আপনার চেনা পৃথিবীর কতোটা বদল ঘটেছে? সংবেদনশীল এই কবি বলেন, অবশ্যই। করোনার ছোবলে আমাদের জীবন থমকে গেছে। এর অভিঘাত আমাদের চেনা পরিবেশকে পাল্টে দিয়েছে। মানুষ মানুষের জন্য এই মানবিক মূল্যবোধ অনেকের মধ্যেই জাগ্রত হয়েছে। আবার দুস্থ মানুষের মুখের গ্রাস কেড়ে খাওয়ার মতো পশুদেরও দেখলাম নতুন করে।

আপনার কি মনে হয় প্রকৃতির ওপর মানুষের যথেচ্ছাচারের কারণে প্রকৃতি এমন মানববিধ্বংসী আচরণ করছে? হ্যাঁ,প্রকৃতির ওপর মানুষ তো যথেষ্ট নিষ্ঠুর আচরণ করেছেই, তার প্রতিশোধ যদি প্রকৃতি নেয় তাতে বিস্ময়ের কিছু নেই। আমরা পরিবেশের ওপর কতোটা জুলুম করেছিলাম তার প্রমাণ তো আজকের ঢাকা শহর। এখন রাস্তাঘাটে অলিগলিতে নানারকম পাখি দেখা যায়, দুমাস আগের কালচে আকাশটাও এখন কী নীল! ধুলোয় ধূসর গাছের পাতারা এখন স্বচ্ছ- সবুজ। নগরীতে এখন শব্দদুষণ নেই। পুরো পরিবেশটাই যেন পাল্টে গেছে। এর থেকেও আমাদের শিক্ষণীয় আছে।


করোনাকে অনেকে ভয় পাচ্ছে না- এ ব্যাপারে কোনো পরামর্শ আছে কি না জানতে চাইলে বিশিষ্ট এই কবি বলেন, সকলেই জানি, কিন্তু মানি না। মানলে আমরা দেশকে ভালো রাখার জন্য, মানুষকে ভালো রাখার জন্য আরও কিছুদিন ধৈর্য ধরে ঘরে থাকতাম, অকারণে বের হতাম না। খুব দুঃখ হয় যখন দেখি সরকার ও গণমাধ্যম নানাভাবে প্রতিমুহূর্তে এত সচেতন করার পরেও বিভিন্ন স্থানে বহু মানুষ ঘুরে বেড়াচ্ছে। এ কারণে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।আর একটি কথা বলতেই হচ্ছে- যখন দিনদিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে তখনই পোশাক কারখানাগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত কতটা সমিচীন আর এর পরিণাম কী হবে তা ভেবে দেখার এখনো সময় আছে। দরিদ্র মানুষের জন্য খাদ্য সাহায্যে সরকারি অনুদানের পাশাপাশি প্রতিটি স্বচ্ছল মানুষের সাহায্যের হাত আরো প্রসারিত হবে- এটুকুই প্রত্যাশা। সবাই ঘরে থাকি। সুস্থ থাকি। নিরাপদ রাখি দেশকে।

 -শরীফা বুলবুল

বিশেষ সাক্ষাৎকার
নাসির আহমেদ
কবি